মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বান্দরবান জেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার ১৭ সেপ্টেম্বর,২০২৫ইং,সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে উপরোক্ত বিষয়ে মানববন্ধন করে।
মানববন্ধনে স্বামী থাকা সত্ত্বেও বিধবা ভাতা প্রদান এবং প্রকৃত দারিদ্র বয়স্ক ও অন্যান্য সরকারি ভাতা থেকে বঞ্চিত করা হয় বলে তারা অভিযোগ তুলেছেন।
মানববন্ধনে অংশ নিয়ে ৪নং সুয়ালক ইউপির ১নং ওয়ার্ডের বাসিন্দা সুমি আক্তার বলেন, অনেকে স্বামী বেঁচে থাকার পরে ও বিধবা ভাতা পেতে পারলে আমি বিধবা হওয়ার ২ বছর হলো কোনোদিন এই ভাতা পেলাম না।
চেয়ারম্যান মেম্বারদের কথা রাখতে পারিনি বলে ভাতা পাওয়া হয়নি ,৬০ বছর বয়স পার হলেও।
এই বিষয়ে ছফুর মেম্বারের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন বয়স্ক ভাতা ক্ষেত্রে মহিলা ৬২ বছর, পুরুষের ক্ষেত্রে ৬৮বছর না হলে অনলাইনে একসেপ্ট হয় না,বিধবা ভাতা বা ভিজিডি কোন বিষয়ে কারো থেকে টাকার বিনিময়ে কোন সুবিধা দি নাই,বা সুবিধা পাওয়া উপযুক্ত হলে যাচাই বাছাই করে সুবিধা দেওয়া যায়।
জানতে চাইলে ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম থেকে জানতে চাইলে তিনি ফোনে যারা মানববন্ধনে গিয়েছে তাদের মধ্যে আমার ওয়ার্ডের যায়নি যারা গিয়েছে অধিকাংশ রোহিঙ্গা। আমি যদি এতই আত্তীকরণ করতাম আমার ওয়ার্ডের এতো গুলো ঘর করে দিয়েছি আমার কোন পরিবারের সদস্যদের ঘর দি নাই।