ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নারীর ক্ষমতায়নে পুরুষের অংশগ্রহণ ম্যানকেয়ার মডেলের সমাপনী ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া অফিসের কমিউনিটি ফেসিলিটেটর সুচিত্রা রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম এ হালিম লাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ পরিবার গঠণে ম্যানকেয়ার একটি যুগপযোগী কার্যক্রম। পারিবারিক কাজে পুরুষদের সক্রিয় অংশগ্রহন করে আদর্শ পরিবার গঠন করতে।
আপনাদের পরিবারের অর্জিত জ্ঞান ও চর্চা দেখে এলাকার অন্যান্য পরিবারে প্রতিফলন হোক এই প্রত্যাশা করি।
ম্যানকেয়ার সেশনে চিথলী মধ্য পাড়া,চিথলী দক্ষন পাড়া ও মিঠাপুকুর সহ আরো ৬ টি গ্রামের দম্পত্তিগণ অংশগ্রহণ করেন।
পরে অংশগ্রহনকারী প্রত্যক পরিবারকে একটি করে ছাতা প্রদান করা হয়।