
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন, নাির্বাচনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে,পেছনে কে কি বলল না বলল সে দিকে তাকানো যাবেনা।তিনি আরো বলেন ক্ষমতার মোহে অন্ধ ফ্যসিস্ট শক্তি আমাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল,জনগণকে তাদের দাসানুদাসে পরিণত করেছিল,বিষয়টি মনে রেখে ময়দানে কাজ করতে হবে।
২০সেপ্টেম্বর ২০২৫, বান্দরবান জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত উপজেলা দায়িত্বশীল বৈঠকে উপরোক্ত বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আজকের কাজ আজকেই শেষ করতে হবে,আগামী কালের জন্য কোন কাজ রেখে দেওয়া যাবেনা,বান্দরবানের দুর্গম এলাকায় দাঁড়িপাল্লার একক আওয়াজের প্রতিধ্বনীকে জাগ্রত করতে হবে।জনগণ একটি পরিবর্তন চাই,এই চাওয়াকে সম্মান দিতে হবে, জনগনের চাওয়া পাওয়া।