মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) হাটহাজারী বাস স্ট্যান্ড মোড় থেকে কাচারি সড়কের মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে মোট ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় ৫ জনকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৯১ ধারা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে