
ডেস্ক রিপোর্ট
কক্সবাজার চকরিয়াস্থ ঢেমুশিয়ার প্রবীণ জমিদার মরহুম জামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রকাশ মাইজ্জা মিয়ার প্রথম সন্তান ছিলেন তিনি, চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী বিপনী বিতান কল্যাণ সমিতি তথা নিউমার্কেট এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব দীর্ঘদিন পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছিলেন,
ব্যবসায়ী নেতার পাশাপাশি তিনি ছিলেন একজন ধর্মভীরু মুসলমান, আন্তর্জাতিক শাহাদাত এ কারবালা মাহফিল এর আজীবন সদস্য থাকার পাশাপাশি আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর খেদমত করে গেছেন ,
পাশাপাশি আমাদের গ্রামের বাড়ি চকরিয়াস্থ ঢেমুশিয়ার জিন্নাত আলী চৌধুরী হাই স্কুলের সাবেক সভাপতি ছিলেন এবং দাতা সদস্য ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, দীর্ঘ ৩০ বছর তিনি হযরত আইয়ুব আলী বাদশাহী (ক.) প্রকাশ কুমিল্লা মামার এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্ব ও পালন করেন।
উনি। একজন সাচ্চা আশেকে রাসুল(দ.) ছিলেন, সবসময় দোয়া করতেন যেন রবিউল আউয়াল মাসে উনার মৃত্যু নসীব হয়, ঠিকই ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর তথা ১লা রবিউল আউয়াল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করেন