মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিচারের দাবি, হামলা ও ঘরবাড়ি দোকানপাট ভাংচুর -অগ্নিসংযোগের প্রতিবাদে থানচি উপজেলার আদিবাসী ছাত্র ও যুব সমাজ সংগঠনের ব্যানারে, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থানচি বাজারে প্রবেশ মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানচি বাস স্টেশন প্রাঙ্গণ থেকে মিছিল সহকারে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রবেশ মুখে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় অংসিংথোয়াই মারমা সঞ্চালনায়, উথোয়াইওয়াং মারমা সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য অতিথির বক্তব্য রাখেন থানচি উপজেলার পরিচিত মুখ যুব নেতা নুমংপ্রু মারমা।
এতে সমন্বয়ক মংমে মারমা,গণসংহতি আন্দোলনের থানচি সমন্বয়ক মংসাইন মারমা,বান্দরবান কলেজের ছাত্র সিংওয়াইমং মারমা, রেংহাই ম্রো, ত্রিপুরা,আশাবান ত্রিপুরা, সাবরিনা ত্রিপুরা, সাচিংপ্রু মারমা প্রমূখ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুমং প্রু মারমা বলেন আমরা থানচিতে যুগ যুগ ধরে পাহাড়ি বাঙালি বসবাস করে আসছি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ধর্ষণের মতো ঘটনা নেই আসা করি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন অন্যায় সাম্প্রদায়িকতা দাঙ্গার মতো ঘটনা ঘটবে না বলে মনে করি।