ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রংপুরের বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি শ্লোগানকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) বিকেলে বাকবিশিস রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রেসক্লাব রংপুর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন্স স্কুল এন্ড কলেজে শেষ হয়ে সেখানে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ওয়াহেদ মিঞার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর সভাপতি অধ্যাপক নবীন হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম লাভলি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ্, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক উকিল উদ্দিন, মিঠাপুকুর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. হুমায়ুন কবীর,
এ সময় রংপুর জেলা ও মহানগর শাখার আওতাধীন সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।