1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ  সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনীকে গ্রেপ্তার ও শাস্তির দাবী বিক্ষোভ ও মানববন্ধন

দুই কিডনি বিকল: জীবন বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা, ফুটফুটে ৪ সন্তানদের মুখে হাসি ফেরাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের

আনিছুর রহমান নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম:। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আনিছুর রহমান নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম:।

 

চট্টগ্রামের বাঁশখালীতে অভাব-অনটন আর অনাহারের মধ্যে কঠিন জীবন পার করছেন চট্টগ্রাম জেলার গন্ডামারা ইউনিয়ন, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিন (৩৯)। রশিদ আহমদের এই পুত্র বর্তমানে নিজ শাশুড়বাড়ি ৭ নং ওয়ার্ডের মৌলানা আব্বাস উদ্দিনের বাড়িতে স্ত্রী ও চার অবুঝ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

স্নাতক ডিগ্রি শেষ করে কর্মজীবন শুরু করেছিলেন কফিল উদ্দিন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি ডায়বেটিস  রোগে আক্রান্ত হন। একসময় এই ডায়াবেটিস ধীরে ধীরে তাঁর কিডনিতেও আক্রমণ করে। গত এক বছর ধরে তিনি কিডনি রোগের চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ (চমেক)সহ সরকারি-বেসরকারি এবং ঢাকা মিরপুরের সিকেভি  হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কফিল উদ্দিন তাঁর নিজের সঞ্চয় ও বিভিন্ন জন থেকে ফার্জনা (ধার) করে ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন। তাঁর পরিবার জানিয়েছে, এই ব্যয়বহুল চিকিৎসা করাতে ইতিমধ্যে ১০ লক্ষ টাকা খরচ হয়েছে।

 

বর্তমানে কফিল উদ্দিনকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। এতে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস বাবদ ১৫ হাজার টাকা খরচ হয়। ডায়ালাইসিস খরচ ছাড়াও আসা-যাওয়ার গাড়ি ভাড়া এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা বাবদ প্রতি সপ্তাহে তাঁর মোট ২০ হাজার টাকার মতো প্রয়োজন হচ্ছে। একদিকে ধার-দেনা করে চলছে নিজের চিকিৎসা, অন্যদিকে তাঁর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বড় মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া, নিয়মিত তিনবেলা খাবার যোগাতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসার বেডে পড়ে থাকা কফিল উদ্দিনের স্ত্রী।

 

বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকগণ জানিয়েছেন, কফিল উদ্দিনের দুটি কিডনিই পরিবর্তন করতে হবে। এই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন। এই অবস্থায়, ধার-দেনায় ডুবে থাকা এবং ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে না পেরে কিডনি রোগে আক্রান্ত কফিল উদ্দিন, তাঁর স্ত্রী ও ফুটফুটে চার অবুঝ ছেলেমেয়ে সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে বিনয়ের সাথে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। তাঁদের অল্প অল্প দান এবং সরকারি সহায়তা পেলে চার সন্তানের মুখে হাসি ফুটতে পারে, এবং কফিল উদ্দিন পেতে পারেন উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা: নাম: মোহাম্মদ কফিল উদ্দিন

 

বিকাশ পারসোনাল: 01645079622

 

ব্যাংক একাউন্ট নাম্বার: 1361101196721 পূবালী ব্যাংক পিএলসি, সন্দীপ শাখা চট্টগ্রাম।

 

 

আপনাদের সামান্য সাহায্যই ফুঁটতে পারে ৪টি অবুঝ শিশু ও এক গৃহিণীর মুখে হাসি  বাঁচতে পারে একটি পরিবারের জীবন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com