1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ  সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনীকে গ্রেপ্তার ও শাস্তির দাবী বিক্ষোভ ও মানববন্ধন

প্রেমের ফাঁদে জেল চাঁদা দাবি লুটপাট হয়রানি : সংবাদ সম্মেলন 

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

চট্টগ্রামের সেফায়েত উল্লাহ নামের এক যুবক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, নাফিসা বিনতে আলম নামের নারী তাকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্নভাবে প্রতারণার শিকার করেছেন। ভুক্তভোগীর দাবি, নাফিসা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে তার সঙ্গে পরিচিত হন এবং কথাবার্তার মাধ্যমে তাকে প্রেমের ফাঁদে ফেলে।

 

৭,অক্টোবর (মঙ্গলবার) সকালে নগরী চেরাগী মোড়স্থ চট্টগ্রাম একাডেমি সম্মেলন কক্ষে ভুক্তভোগী তার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে।

 

সংবাদ সম্মেলনে সেফায়েত উল্লাহ জানান, নাফিসা তাকে ১০ লাখ টাকার চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে ঘরের সম্পদ লুটপাটের চেষ্টার পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর হুমকি দেওয়া হয়। তিনি বলেন, এই ঘটনা তার মান-সম্মান এবং সামাজিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে।

 

ভুক্তভোগী আরও বলেন, “আমি ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করেছি। আশা করি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করবেন এবং অপরাধী যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।” তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন যাতে সত্যটি সর্বজনের সামনে আসে।

 

চট্টগ্রামের কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার মোঃ শাহ আলমের কন্যা নাফিসা বিনতে আলমকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মিথ্যা মামলা, মান-সম্মান হানি, আর্থিক লুটপাট এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশা প্রকাশ করেন যে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, “এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের নৈতিক মূল্যবোধকেও আঘাত করে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com