1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ  সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনীকে গ্রেপ্তার ও শাস্তির দাবী বিক্ষোভ ও মানববন্ধন

রংপুর জেলায় প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে।

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

রংপুর জেলায় প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে।

 

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর/২০২৫ ইং তারিখ পর্যন্ত সারাদেশের ন্যায় রংপুরেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

 

 

টাইফয়েড টিকাদান কর্মসূচিতে রংপুর জেলায় ৯ মাস হতে ১৫ বছরের নিচের শিশু ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জনের মাঝে এ টিকা দেয়া হবে বলে জানান রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা।

 

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রংপুর সিভিল সার্জন (পুরাতন সদর হাসপাতালের ২য় তলায়) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টাইফয়েড টিবাদান ক্যাম্পেইন-২০২৫ সম্পর্কে তিনি এ সব কথা বলেন।

 

 

এ সময় সিভিল সার্জন বলেন, রংপুর জেলার টার্গেটের মধ্যে ছেলে শিশু ২ লাখ ০৯ হাজার ৪৫২ জন ও মেয়ে শিশু ৩ লাখ ২৫ হাজার ৩৪৭ জন। টিকাদান কর্মসূচির কাজে নিয়োজিত থাকবেন প্রাইমারী ১ হাজার ৪৯৯ জন, হাইস্কুলে ৯২১ জন, মাদ্রাসায় ৮৫৩ জনসহ মোট ৩ হাজার ২৭৩ জন।

 

 

তিনি আরো বলেন, উক্ত কার্যক্রমে ১ম ও ২য় সপ্তাহে (১২ থেকে ৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে যে কোন ১০ কর্মদিবস (রংপুর জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩ হাজার ৭৭৩টি) এবং পরবর্তী ২ সপ্তাহ (০১-১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রামাঞ্চল এবং নগরাঞ্চলে নিয়মিত এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন) (যে কোন ৮ কর্মদিবস), স্থায়ী টিবাদান কেন্দ্রে ক্যাম্পেইন মোট ১৮ কর্মদিবসে কার্যক্রম শেষ করতে হবে। রংপুর জেলায় এ পর্যন্ত রেজিষ্ট্রেশন হয়েছে ১ লাখ ৮১ হাজার ০৯৯ জন।

 

 

পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন শর্তে টার্গেট পূর্ণ করা হবে,

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন, এমওসিএস ডা. মাহিনুর ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহাবুবুল ইসলাম রুপম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com