পাঁচ দফা দাবিতে বান্দরবানে জামায়াতের মানববন্ধন
মোঃ শহিদুল ইসলাম শহীদ,বান্দরবানঃবাংলাদেশ জামায়াতে ইসলামী,পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জেলা জামায়াত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার ১৫ অক্টোবর২০২৫, সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা জামায়াতের আমীর এইচ এম আব্দুচ ছালাম আজাদের নেতৃত্বে ,এতে নায়েবে আমীর ও বান্দরবান ৩০০নং সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন গত ১৬ বছর নির্বাচনের নামে আওয়ামী লীগ তামাশা করেছে তখন কোথায় ছিলেন আপনারা,রাতের ভোটে মানুষের অধিকার হরণ করেছে ফ্যাসিষ্ট সরকার, তাই আর কোনো তামাশা নয়।
পিআর পদ্ধতি, ফ্যাসিষ্ট সরকারের সব নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।