চাঁন মিয়া
সহকারি সিক্রেট রিপোর্টার
চট্টগ্রাম পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব জামাল উদ্দিন খান এর নেতৃত্বে এবং এসআই(নি.) মাসুদুর রহমানের সহযোগীতায়, এএসআই/মোঃ বেল্লাল হোসেন এবং এএসআই/মুহাম্মদ আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করিয়া বিঃট্রাই-৩৫৯/১৯, পাহাড়তলী-১২(০১)১৯, জিআর-১২/১৯, ধারা-অস্ত্র আইনের-১৯ (অ), স্মারক নং-১১৭৫, তারিখ-০৬/১০/২০২৫ এডিসি (প্রসিঃ), সিএমপি, চট্টগ্রাম মূলে ১০ বছরের সাজা পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ ইফতেখার আলম রাহাত, পিতা- মোঃ নিজাম উদ্দিন, মাতা-মোছাঃ শাহীনা আক্তার, সাং-ফরহাদ নগর, কুনু মেম্বারের বাড়ী, ০২ নং ওয়ার্ড, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, বর্তমানে মোজাম্মেল প্রঃ মোটা মামুন এর ভাড়াঘর, ০১ নং রুম, বঙ্গবন্ধু গলি, উত্তর সরাইপাড়া, থানা- পাহাড়তলী, জেলা-চট্টগ্রামকে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ১৪/১০/২৫ তারিখ রাত ০১:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন আসামীর নিজ বাসায় অভিযান পরিচালনা করে ধৃর্ত করা হয়।
উপরোক্ত আসামীকে বর্ণিত পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।