প্রশিক্ষণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে ও আদর্শ জাতি গঠনে সঠিক ভূমিকা পালন করে-এস এম আবদুচ ছালাম আজাদ
১১ অক্টোবর-২৫ইং সকাল সাড়ে দশটায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে পৌরসভার ও সাতটি উপজেলার জামায়াতের মিডিয়া কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এতে জেলা মিডিয়া বিভাগের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে আল ফারুক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ,তিনি বলেন প্রশিক্ষণ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে ও আদর্শ জাতি গঠনে সঠিক ভূমিকা পালন করে, তাই প্রশিক্ষণের বিকল্প নেই,মানুষের দুটি চোখ সাংবাদিকদের পুরো শরীর চোখ।
কর্মশালায় পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবদুল আউয়াল, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত জুবাইর উদ্দীন, আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আশরাফুল ইসলাম প্রমূখ। এসময় কর্মশালায় উপজেলা ভিত্তিক বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।