কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জৈয়ারকাটা ৯নং ওয়ার্ডে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে সকাল ১০টায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন । প্রশাসন আসছে টের পেয়ে বর ও কনে পক্ষের সকলে পালিয়ে যান । মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, পুরুষ ২১ বছরের নিচে এবং নারী ১৮ বছরের নিচে হলে তাদের বিয়ে অবৈধ। আইন অনুযায়ী, বাল্য বিবাহ বিবাহের অপরাধে সংশ্লিষ্টদের শাস্তি হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
স্থানীয় ওয়ার্ড মেম্বার কালা চান ও আব্দু রহিমের হাতে কিশোরী রিফাকে ন্যাস্ত করে এবং প্রশাসনের পক্ষ থেকে বরের বয়স ২১ ও কনের বয়স ১৮বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার পরামর্শ প্রদান করা হয় ।
কনে পানিরছড়ার জৈয়ারকাটার আব্দুল খালেকের মেয়ে সাইফা সুলতানা রিফা (১৩) । বর একই এলাকার শফিউল আলমের ছেলে ওমান প্রবাসী কাইছার (৩২) বলে জানা যায় ।