মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার
মোহনপুর (রাজশাহী), ১৬ অক্টোবর, ২০২৫: “সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় একটি আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের সমর্থনে ঘাসফুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘাসফুল মহিলা সমবায় সমিতি ও বাকশিমুইল মহিলা সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছা. আনিছা দেলোয়ারা আনজু, উপজেলা সমবায় কর্মকর্তা, মোহনপুর। তিনি তাঁর বক্তব্যে সমবায় সমিতি গঠন এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি সমবায় সমিতিগুলোকে নানাবিধ সহযোগিতা প্রদানের জন্য হেইফার ইন্টারন্যাশনালকে বিশেষ ধন্যবাদ জানান।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. মো. হারুন অর রশিদ, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্মল দাস, সহকারী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন। এছাড়া বিভিন্ন সমবায় সমিতির সভাপতিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোছা. কল্পনা আক্তার, সভাপতি, ঘাসফুল মহিলা সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. ওসমান গনি, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এবং বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজারবৃন্দ। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল মোহনপুর উপজেলার দুটি এতিমখানাকে দুটি সমবায় সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার প্রদান। এই উদ্যোগ সমাজের প্রতি সমবায় সমিতির দায়বদ্ধতা ও সামাজিক কার্যক্রমে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
এই অনুষ্ঠানের মাধ্যমে সমবায় আন্দোলনের গুরুত্ব এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতির ভূমিকা তুলে ধরা হয়। হেইফার ইন্টারন্যাশনাল ও ওয়েভ ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।