
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরীঘাট এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আ-দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান অ-ভিযান চালিয়ে ৬ জনকে আ-টক করেন।
আটককৃতরা হলেন চন্দ্রঘোনা সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহাঙ্গীর (২৫), সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সৌরভ (৩৮),
বড়ইছড়ি সীতাঘাটের মোহাম্মদ সেলিম (৩০),
মহাজন বটতলের উজ্জল নাথ (৩৫), দক্ষিণ নিশ্চিন্তাপুরের মোহাম্মদ জাকির (২৪), উত্তর বনগ্রামের নুরুল আবচার (৪০)।
আ-টককৃতদের প্রত্যেককে বিনা শ্রমে তিন মাসের জে/ল ও ২০০ টাকা করে জ-রিমানা করা হয়।