কক্সবাজার র্যাব-১৫ ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,লক্ষ ১২ হাজার ৪৬৩ ইয়াবা উদ্ধার মহিলা আটক
এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি
কক্সবাজার র্যাব-১৫ এবং ডিজি এফআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে,
কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক তাদের পেইজের এক বিবৃতিতে জানান ২৫ শে অক্টোবর ২০২৫ মধ্যরাতে র্যাব-১৫ সিপিসি (২) (হোয়াইক্ষং ক্যাম্প) ডিজিএফআই এর কক্সবাজারের একটি অভিযানিক টিম গোপনে সংবাদ পেয়ে
কক্সবাজার জেলার উকিয়া থানার পালংখালী ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১০ নাম্বার ব্লক ডি১১ এলাকায় একজন মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা অবস্থায় যৌথ টিম ১ লক্ষ ১২ হাজার ৪৬৩ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেন। এবং মাদক কারবারী হিসেবে ওই মহিলাকে সাথে সাথে আটক করেন ।
আটককৃত পাচারকারী মহিলা কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ব্লক ডি১১ মৃত আইয়ুব এর স্ত্রী দিলবাহার।
উদ্ধারকিত মরণ নেশা ইয়াবা ট্যাবলেট আটকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক।
বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর প্রশাসনের দুরবস্থার সুযোগ নিয়ে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কক্সবাজার জেলার টেকনাফ নাফ নদী পার হয়ে এই মরণ নেশা ইয়াবা বাংলাদেশের প্রবেশ করে।
এই ইয়াবার আকার ছোট হলেও দাম এবং লাভটা চড়া থাকার কারণে মুখোশ পরা ভদ্রতার আড়ালে থাকা মাদক কারবারিরা সমাজের মান্যগণ্য ব্যক্তিরা এই ব্যবসায় জড়িত থাকলেও তারা ধরাছোঁয়ার বাইরে এই ব্যবসায় যুক্ত হয়ে রাতারাতি টাকাওয়ালা বনে যাওয়ার অর্থাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হাওয়ার সুযোগ খোঁজে অপরাধীরা ।কিন্তু এই মরন নেশা ট্যাবলেট উদ্ধার এবং এই ব্যবসা টেকাতে বাংলাদেশ প্রশাসন তৎপর রয়েছে সঠিক দিক নির্দেশনা ও সঠিক তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ প্রশাসন। দেশে এই মরণ নেশা ঠেকাতে দেশের প্রশাসনকে যে যার অবস্থান থেকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দিনরাত সরকারি বিভিন্ন পেজে প্রশাসন ডিক্লারেশন ঘোষণা করা যাচ্ছে এবং জনগণের সহযোগিতা কামনা করছেন।