বান্দরবানের থানচিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই
মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ত ১১ টি দোকান পুড়ে গেছ।
শনিবাবার(২৫অক্টোবর) দিবাগত মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও অল্প সময়ের ব্যাবধানে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায়,বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এর উপস্থিতি তে স্থানীয় জনসাধারণ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে বিজিবি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে থানচি ফায়ার সার্ভিস স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে থাকায় খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলে জানায় স্থানীয়রা।
বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান,অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। ভবিষ্যতেও,বিজিবি যে কোন দুর্ঘটনায় সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করবে।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে