প্রকল্প পরিচালক ও কামাল উদ্দিন সওদাগরের সাক্ষাৎ হালদা সংরক্ষণে নতুন দিগন্ত
মো: সোলাইমান
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি
হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক জনাব নাজিম উদ্দীন আজ (শুক্রবার) হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী ও জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রাপ্ত জনাব কামাল উদ্দিন সওদাগর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রামদাস মুন্সির হাট এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব রমজান আলী, আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারি ব্যবস্থাপক জনাব নুরুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে প্রকল্প পরিচালক নাজিম উদ্দীন হালদা নদীর ঐতিহ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সংরক্ষণে প্রবীণ ডিম সংগ্রহকারীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হালদার ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের অভিজ্ঞতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই সংরক্ষণ সম্ভব নয়।”
প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর হালদা নদীতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নানা স্মৃতি ও জীবনের ঝুঁকি নিয়ে ডিম সংগ্রহের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, “হালদা আমাদের মা নদী—এটিকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।”
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই আশা প্রকাশ করেন, প্রশাসন, গবেষক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় হালদা নদী সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
চট্টগ্রাম হাটহসজারী সংবাদদসতা