
আইনশৃঙ্খলার উন্নয়নে সর্বস্তরের সহযোগিতা দরকার! ইউএনও চকরিয়া!
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যানজট নিরসন, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা প্রতিরোধে সর্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় তিনি (ইউএনও) এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ছাড়াও মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এবং চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বক্তব্যে রাখেন।
বক্তারা এসময় বলেন, বর্তমান চকরিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কে আছেন। তবে দ্রুতই মানুষের মাঝে আইনশৃঙ্খলা বিষয়ে আস্থা ফিরিয়ে আনতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি দেশের সুশীল সমাজ ও সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।