
উখিয়ায় র্যাব-১৫ এর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অনলাইন তালাশ
রিজেক্টটেড ছাত্র বা কোন ছেলে”মেয়ে থাকলে
পূর্ণবাসন কেন্দ্র নিয়ে আমাদের নিজেদের অর্থায়নে চিকিৎসা করব।
মাদক শুধু ব্যক্তিকে নয়,মাদকে ধ্বংস করতে পারে পুরো সমাজ-★তরুণদের শপথ আমরা মাদকের বিরুদ্ধে লড়ব, গড়ব সুন্দর সমাজ”
উখিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম
কক্সবাজারের উখিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর আয়োজনে উখিয়া থানার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে র্যাব ফোর্সেসের মহাপরিচালকের দিকনির্দেশনায় ও র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি এর সার্বিক তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মান্নান।এছাড়াও উপস্থিত ছিলেন, ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের এডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক জনাব মোবারক হোসেন ও জনপ্রিয় সংগীত শিল্পী জনাব মালেক, যিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং গান পরিবেশন করেন।
সভাপতির বক্তব্যে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, “মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য প্রয়োজন তীব্র সামাজিক আন্দোলন। বাবা যদি মাদক ব্যবসায়ী হন, তবে সন্তানকে বলতে হবে-‘আমরা মাদকের টাকায় বড় হতে চাই না।’ স্ত্রীকে বলতে হবে-‘আমি মাদক ব্যবসায়ীর স্ত্রী হতে চাই না।’ সমাজ তখনই বদলাবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যেও আহ্বান জানান,“কোনো পরিবারে কেউ মাদকাসক্ত এবং আর্থিকভাবে অসচ্ছল হলে র্যাব-১৫ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। র্যাব তাদের পুনর্বাসনের সমস্ত খরচ বহন করবে।”
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, “তরুণরাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তোমরা মাদক থেকে দূরে থাকবে, আলোকিত ভবিষ্যৎ গড়বে।”
এরপর শত শত শিক্ষার্থী একসঙ্গে দাঁড়িয়ে পাঠ করে “মাদকবিরোধী শপথ”।
সভায় আরও বক্তব্য রাখেন নোঙ্গর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব দিদারুল আলম, যিনি বলেন- “মাদক কোনো বিনোদন নয়; এটি ধ্বংসের ফাঁদ। সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও র্যাব-১৫ এর অধিনায়ক।