
পটুয়াখালী ২ আসন বাউফলে ধানের শীষের প্রচার ও ৩১’দফা পৌঁছে দিতে জনতার দারে সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম সবুজ।
নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো সংষ্কারে ৩১ “দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী ২ আসন বাউফল উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দ্বিতীয় দিনে লিফলেট বিতরন কার্যক্রম অব্যাহত রেখে উঠন বৈঠক করেন সাবেক ছাত্তনেতা শফিকুল ইসলাম (সবুজ)।
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সাধারন সম্পাদক, ভয়েস অফ জুলাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের কাফরুল থানার যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম সবুজ পটুয়াখালী ২ আসন বাউফল থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
বুধবার ৫ নভেম্বর বেলা ৩ টার সময় কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে শফিকুল ইসলাম সবুজ এর নেতৃত্বে উঠন বৈঠক করা হয়েছে এবং কালাইয়া বাজার, নওমালা নগরের হাটে পথসভা ও ধানের শীষের প্রচার লিফলেট বিতরন করেছেন বিএনপি সমর্থক নেতৃবৃন্দ।
লিফলেট বিতরন ও উঠন বৈঠকে শফিকুল ইসলাম সবুজ বলেন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফাকে মানুষের মাঝে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট দেয়ার বার্তা নিয়ে ব্যাবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবি, স্কুল শিক্ষক শিক্ষার্থী, যানবাহন চালকসহ বিভিন্ন সাধারন মানুষের মাঝে তারেক জিয়ার সালাম পোছে দিয়ে রাষ্ট্র কাঠামো বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় সকল জিয়ার সৈনিক ধানের শীষের প্রচার অব্যাহত রেখে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী বাউফল ২ আসনের জনগনকে দলের পক্ষ থেকে ধানের শীষে ভোট দেয়ার আহব্বান জানিয়ে ৩১ দফাকে জনগণের মাঝে তুলে ধরছি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে আমি নেতা হিসেবে নয় বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সন্তান হিসেবে সকলের দোয়া প্রার্থনা করছি। তবে দল যাকে মনোনয়ন দিবে সকল জিয়ার সৈনিক তার পক্ষে ধানের শীষের প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হবে। সর্ব প্রথম আমরা বিএনপি ঐক্যবদ্ধ থেকে কাজ করবো পাশাপাশি বাউফলের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের নিকট গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সালাম, খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে জিয়ার সৈনিকদের। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, হানাহানি বিশেষ করে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি আরও বলেন, আমি জিয়ার সৈনিক, আমি বিএনপির কর্মী, গত ১৭ বছর এবং ২৪ এর জুলাই আগস্টে জুলুম নির্যাতন সহ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১২৫ মামলার আসামি হয়েছি। আমার স্বপ্ন শুধু দেশ গড়ার নায়ক তারেক রহমান, দেশমাতা খালেদা জিয়ার স্বপ্ন, দেশের মানুষের জন্য কাজ করা আমি সেই জিয়ার আদর্শের সৈনিক হিসেবে সকলের দোয়া প্রার্থনা করছি।