বান্দরবানে রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: বিএনপি প্রার্থী সাচিং প্রুকে শুভেচ্ছা জানালেন জামায়াতের অ্যাডভোকেট আবুল কালাম
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে সাচিং প্রু জেরী মনোনীত প্রার্থী ঘোষিত হওয়ার পর জুড়ে উঠেছে আনন্দের জোয়ার। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ জনগণের মধ্যেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।
এই আনন্দঘন সময়ে রাজনৈতিক সৌহার্দ্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেন।
তার পোস্টে তিনি লিখেন—
বর্ষীয়ান রাজনীতিবিদ ও বান্দরবানের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, জনাব সাচিং প্রু জেরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী নির্বাচন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা আবুল কালামের এ উদ্যোগকে বান্দরবানের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন— এ ধরনের সৌজন্য বার্তা আগামী জাতীয় নির্বাচনে পার্বত্য অঞ্চলের রাজনীতিকে আরও সহনশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে সহায়তা করবে।