
রংপুরের ন্যায়সংগত পাওনা আদায়ে সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন।
অনলাইন তালাশ
ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
প্রকাশকাল
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
বৈষম্যহীন রাষ্ট্র চাই” শ্লোগানকে সামনে রেখে রংপুরের ন্যায়সংগত পাওনা আদায়ে সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র-জনতা প্ল্যাটফর্মের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র-জনতা প্ল্যাটফর্ম মুখপাত্র আহসান উল হক তুহিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্মিলিত ছাত্র-জনতা প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী দলমত নির্বিশেষে গণমানুষের সংগঠন। অর্ধশত বছরের বঞ্চনা ও অবহেলার শিকার পীরার আকড়ভূমি রংপুরের ন্যায়সংগত পাওনা আদায়ে বিগত ৮ মাস যাবৎ এই সংগঠ নিরলস ভাবে সভা, সমাবেশ, মানববন্ধন, র্যালী, অবস্থান সহ ব্লকেড কর্মসূচী শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে।
বিগত অর্ধশত বছরের বঞ্চনার পর বিগত নতুন স্বাধীনতাত্তোর বাংলাদেশে আমরা রংপুরে মানুষ আশায় বুক বেধেছিলাম যে, বর্তমান বৈষম্য বিরোধী সরকার রংপুরের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখবেন।
কিন্তু আমরা গভীর হতাশার সাথে লক্ষ্য করলাম যে, এই সরকার আমাদের ভাগ্যের কফিনে শেষ পেরেকটাও ঠুকে দিল।
আমরা লক্ষ্য করলাম যে, তারা বিভাগীয় স্টেডিয়াম, বিসিবি অফিস, চিনের হাসপাতাল সহ প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠান জোর পূর্বক রংপুরের বাইরে নিয়ে গেলেন।
এখন শুধু সদর দপ্তরটা নেয়া বাকি। আমরা লজ্জিত এবং ক্ষুব্ধ এমন এক সরকারের বিরুদ্ধে যারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছিল।
আমরা বলতে চাই যে, এই রাষ্ট্র, সরকার এবং আমলাদের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস ও শ্রদ্ধা অবশিষ্ট নেই। তাই আমরা ১৮ দফা দাবি থেকে এখন ১ দফায় চলে এসেছি। হয় রংপুরে সকল প্রতিষ্ঠান ফিরে আসবে নয়ত সদর দপ্তর এখান থেকে বাইরে চলে যাবে
।আমরা চাই, আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার এ দাবি মানতে গড়িমসি করেন তাহলে এর পরের কঠোর কর্মসূচীর দায়ভার সরকার এবং লবিষ্টদের বহন করতে হবে।
আমরা সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে ঢাই, আমরা এতদিন দেশের জন্য মরেছি কিন্তু আজ থেকে শুধু রংপুরের জন্য মরবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি রংপুরের মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা সভাপতি একরামুল হক, বিশিষ্ট সমাজ সেবক রিটা রহমান সহ ছাত্র-জনতা প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।