
সাতকানিয়া কাঞ্চনা পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ,প্রবাসীর বিদ্বেষমূলক ভিডিও আপলোড ও এলাকায় উত্তেজনার অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে একটি পুকুরে মাছ ধরা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে স্থানীয় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি ৮নং নম্বর ওয়ার্ডের এক সৌদি প্রবাসী কর্তৃক একই ইউনিয়নের অপর এক ব্যক্তিকে গালিগালাজ ও বিদ্বেষপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার অভিযোগ উঠেছে। পুকুরটি হিন্দু সম্প্রদায়ের অংশীদারিত্বে রয়েছে বলে জানা যায়।
কাঞ্চনা ইউনিয়নের স্থানীয় একটি পুকুরে মাছ ধরা নিয়ে দীর্ঘ দিন ধরে হিন্দু সম্প্রদায়ের অংশীদারদের মধ্যে মতবিরোধ চলছিল। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয়ভাবে বিবাদটি মিটিয়ে ফেলার প্রচেষ্টা চলছিল।
বিবাদ মিটানোর জন্য একই ওয়ার্ডের কাজি বাড়ি র রেজাউল করিমকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিদ্বেষমূলক ভিডিও আপলোড করেন বলে অভিযোগ। ভিডিওটিতে মোজাম্মেল হক রেজাউল করিমকে কুরুচিপূর্ণ ও আজে বাজে মন্তব্য করেন এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগও উঠেছে।
সাম্প্রতিক ভিডিও ফুটেছে জানা যায়, প্রবাসী মোজাম্মেল হক ভিডিওটিতে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ‘আওয়ামী লীগের আবার আসবে ফিরে’ বলে ভয় দেখায়,এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রেজাউল করিম এর কাজ জানতে চাইলে এই প্রতিবেদককে বলেন পুকুরের মালিকের মধ্যে পরিমলের সাড়ে ,,দশ আনা মৃদুল বাবুর এক আনা এখন মৃদুল বাবু প্রবাসী মোজাম্মেল আর ইকবালকে বিচার দেয় তারা দুজনেই পুকুরে মানুষ পাঠিয়ে দিয়ে মাছ ধরার জন্য যায়,তখন পরিমল আমাদেরকে এসে বলে তখন আমরা বলি পুকুরে একটা মামলা ছলমান রয়েছে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষাতে আমরা বাঁধা প্রদান করিলে পরে সে ক্ষিপ্ত হয়ে বিদেশ থেকে বিভিন্ন বিদ্বেষপূর্ণ ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে আমি এর তীব্র প্রতিবাদ জানাই ।
৯ নং ওয়ার্ড কুকুর নিয়ে যে সমস্যা পরিমল এবং অংশীদাররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমাদের পুকুরের ওপর আমাদের অধিকার রয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।”
জানা গেছে যে ভিডিও আপলোডকারী মোজাম্মেল হক বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ অবিলম্বে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে,বিদ্বেষপূর্ণ ভিডিওটি দ্রুত অপসারণ দাবি জানান।