
হালিশহরে ছুরিকাঘাতে আকবরের মৃত্যু
আবুল কালাম চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহর থানধীন
মাইজপাড়া এলাকায় নিজ বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবককের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মো আকবর(৩৫) সে
ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন