লামায় ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর পথসভা অনুষ্ঠিত
মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামায় বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে পথসভা করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। শনিবার দুপুরে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন—
“বান্দরবানে ১৪টি জাতিগোষ্ঠী একই মায়ের সন্তান। প্রশাসন, সরকারি সেবক, রাজনীতিবিদ, খেটে খাওয়া মানুষ ও মিডিয়া কর্মীরা যদি একই চেতনা ও অভিন্ন দৃষ্টিভঙ্গিতে কাজ করে, তাহলে এই জেলার শান্তি-সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”
তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৬ বছরে ‘ফ্যাসিস্ট সরকার’ বান্দরবানের লালিত সম্প্রীতির ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করেছে। নতুন করে সেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ফিরিয়ে আনতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
সাচিংপ্রু জেরী বলেন—
“আমার বাবা ছিলেন বান্দরবানের প্রয়াত রাজা। তিনি ১৯৫২ সালে বৃহত্তর লামা পুলিশ স্টেশনে দারোগা হিসেবে দায়িত্ব পালনকালে আমার জন্ম হয়। এই মাটির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক রয়েছে।”
পথসভায় লামা উপজেলা বিএনপি নেতারা বলেন, বিগত সরকারের নিপীড়ন-নির্যাতনে সাধারণ মানুষ যেমন কষ্টে ছিলো, ঠিক তেমনই বিএনপি নেতা-কর্মীরাও আপোষহীন আন্দোলন করতে গিয়ে জেল-জুলুম সহ্য করেছে। তাই সকল বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া উপায় নেই।
এদিন সাচিংপ্রু জেরী লামা উপজেলার আজিজনগর, ফাইতং, ফাঁসিয়াখালী ও গজালিয়া ইউনিয়নে বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদান করেন।