
মিঠাপুকুরে সামাজিক নিরীক্ষা ও জবাবদিহিতা বিষয়ক অবহিতকরণ সভা
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
মিঠাপুকুর জিএফএ কনসালটিং গ্রুপ,কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে গতকাল রবিবার রংপুরের মিঠাপুকুর উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিপির সম্মেলন কক্ষে সামাজিক নিরীক্ষা ও জবাবদিহিতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো- অডিনেটর ইকবাল হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম, উপজেলা নাগরিক ফোরাম সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর ও সাধারন সম্পাদক গোলাপ বাড়া প্রমুখ।
বক্তারা বক্তব্যে সামাজিক নিরীক্ষা ও জবাবদিহিতার বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। সামাজিক নিরীক্ষা ও জবাবদিহিতা বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা নাগরিক ফোরাম ও ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।