মিঠাপুকুরে নেতৃত্ব অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক অবহিতকরণ সভা।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
মিঠাপুকুর রংপুর জিএফএ কনসালটিং গ্রুপ,কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে গতকাল সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিপির সম্মেলন কক্ষে নেতৃত্ব অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
নেতৃত্ব অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো- অডিনেটর ইকবাল হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম, উপজেলা নাগরিক ফোরাম সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর, বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো, রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি সারওয়ার আলম সোহেল,
আদিবাসী নেতা পুতুল মাহালী প্রমুখ।বক্তারা বক্তব্যে নেতৃত্ব,অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা নাগরিক ফোরাম ও ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।