
মিঠাপুকুরে নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
মিঠাপুকুর নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সোসিও ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট উয়িথ ডিগনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি (সীড্স) প্রকল্পের আয়োজনে গতকাল বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলা বালারহাট ইউনিয়নে শ্রীরামপুর আশার আলো জনসংগঠনের সদস্যদের অংশগ্রহণে নারীদের উৎপাদিত পন্য স্টলে প্রদর্শনীর মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা উন্নয়ন মেলায় আশার আলো জনসংগঠনের সভাপতি লিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত রতন।
আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বালারহাট ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা
আজগর আলী ও আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সোভানা বেগম, ইউপি সদস্য আনোয়ার হোসেন,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন,তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হোসেন প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন,মেলার স্টলে বিভিন্ন ধরনের সবজি প্রর্দশন দেখে আমরা আনন্দিত এবং আমরা সবাই যেন ভালো মানের উদ্যোক্তা হতে পারি।
শ্রীরামপুর আশার আলো জনসংগঠনের সকল সদস্যবৃন্দসহ সকলেই এই মেলা আয়োজনের জন্য আরডিআরএস বাংলাদেশকে ধন্যবাদ জানান।