বিশিষ্ট মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী মোঃ মাসুম মিয়া
মোঃ শিব্বির ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার শহরের নিকটস্থ এলাকা কাজীপাড়া (শাও হাটি) বিশিষ্ট মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী মোঃ মাসুম মিয়া। দীর্ঘদিন যাবত এই মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন এলাকার মধ্যে উনি ঘাঁটি গেড়ে এই বেবসা পরিচালনা করেন। যাদেরকে দিয়ে পরিচালনা করেন এই বেবসা তাদের নাম ও শাও হাটির মেম্বার সুমন আকেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পাশে পুলিশের সোর্স মোস্তাকিম এবং বিশিষ্ট টিকেট ব্লেকার ও পুলিশের সোর্স ইয়ামিন, এবং স্টেশন রোডে একজন বিখ্যাত চিহ্নিত মাদক ব্যবসায়ী নদী। গোপন সূত্রে জানা যায় (মাছুম মিয়া) ইয়াবার ব্যবসায়ের পাশাপাশি শহরের বিভিন্ন মহল্লায় ফ্ল্যাটের মধ্যে মেয়েদেরকে দিয়ে মাদক সহ দেহ ব্যবসা পরিচালনা করে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ রইলো।