
লামায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী নির্যাতন অভিযোগে ‘সামধা’ নিষ্পত্তি
স্টাফ রিপোর্টার, বান্দরবান
বান্দরবান জেলার লামা উপজেলা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী ১নং রিফুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেল দে–এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রী অপর্ণা দে তার আপন চাচাতো বোন (রোল নং–২২) বয়স ১০ বছর কে শারীরিক শাসনের অভিযোগ উঠেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে শনিবার দুপুরে গ্রামীণ রীতি অনুযায়ী বিষয়টি ‘সমাধান’ বৈঠকে নিষ্পত্তি করা হয়।

বৈঠকে রুবেল দে ভুল স্বীকার করে বলেন—
“আমি ভুল করেছি। আমার চাচাতো বোনকে শাসন করতে গিয়ে অতিরিক্ত হয়ে গেছে। ভবিষ্যতে এমন ভুল না হয় সে বিষয়ে সজাগ থাকব।”এমন সময় তথ্য নিয়ে দেখা যায় শিক্ষক রুবেল দে তার চাচাতো বোনকে স্কুলে যাওয়ার সময় একটু দেরী হলে তার মোটর সাইকেলে করে হেল্প করে স্কুলের অন্যান্য শিক্ষকরা বলে এমনও সময় নাস্তা করার সময় তাকে ফেলে নাস্তাও করে না।
অভিযুক্ত শিক্ষকের চাচা সুমন দে জানান—
“আমার ভাতিজা (মাস্টার রুবেল) ভুল বুঝতে পেরেছে। তাই তাকে ক্ষমা করেছি। তবে ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে,সেদিকে যেন সজাগ থাকে।
সমাধান বৈঠক পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য শফিউল আলম ও
এরশাদ মজুমদার, ৩ নং ফাসিয়াখালী ইউনিয়ন এর বিশিষ্ট আইনজীবী এবং উদ্যোক্তা।
সাবেক মেম্বার শফিউল আলম বলেন—
“আজ আত্মীয়তার কারণে বিষয়টি নরমভাবে দেখা হলো। কিন্তু বাংলাদেশের আইনে শিশুদের এভাবে শাসন করার অধিকার কারও নেই। স্থানীয়দের অনুরোধে সুযোগ দেওয়া হয়েছে, তবে এমন ঘটনা আবার ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন
মাস্টার জসিম উদ্দিন, সভাপতি, হায়দারনাশী সরকারি চাকরিজীবী সমিতি
মাস্টার আবু বকর, শিক্ষক, ১নং রিপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাস্টার হাবিবুল্লাহ, শিক্ষক, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুভাষ দে, সর্দার, দক্ষিণ হিন্দু পাড়া
বিপ্লব শিকদার, পশু চিকিৎসক, গুলিস্তান বাজার
গণমাধ্যমকর্মী মোস্তফা কামাল
ডা. মো. মোরশেদ আলম চৌধুরী, গুলিস্তান বাজার
পরিমল দে, সভাপতি, দক্ষিণ হিন্দু পাড়া কালী মন্দির
স্থানীয়ভাবে গৃহীত শর্ত
অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
আজকের বৈঠক টি মাস্টার রুবেল দে স্বপ্রনোদিত হয়ে নিজেই গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রন জানিয়েছেন যাতে পরিবারের মধ্যে অদূর ভবিষ্যতে কোন ক্ষোভ না থাকে এবং তার ও তার পরিবারের মান হানি না হয়।