চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার (ওসি) গোলাম সারোয়ার।অক্টোবর- ২০২৫ মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (২৬ নভেম্বর ) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা।
জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাসে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে মামলা, অভিযোগ নিষ্পত্তি, ওয়ারেন্ট বাস্তবায়ন, আসামি গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়া অপহৃত ভিকটিম উদ্ধার ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
চন্দনাইশ থানার (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘এই শ্রেষ্ঠ অফিসার হওয়ার সম্মান শুধু আমার নয়, পুরো চন্দনাইশের মানুষ এবং থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। যারা সবসময় পুলিশের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে চন্দনাইশ থানা পুলিশ আরও সাফল্য অর্জন করার লক্ষে চন্দনাইশ বাসীর সহযোগিতা কামনা করি।