আন্দোলনরত ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা।
আজ ৩০ শে নভেম্বর ২০২৫, রোজ রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রথম বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামি ৮ দলের সমন্বয়ে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় কমিটির নেতা কর্মী গণ উপস্থিত থেকে সমাবেশে যোগদান কৃত বিপুল পরিমাণ আমজনতার উদ্দেশ্যে নানাবিধ দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আজকের এই ইসলামি ৮ দলের সমাবেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা থেকে ইসলাম প্রেমি ৮ দলের ব্যাপক পরিমানে সমর্থন ও নেতা কর্মী গণ মিছিলে মিছিলে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মাদ্রাসা মাঠে যোগদান করেন। সমর্থন কৃত নেতা কর্মী গণের উপস্থিতিতে পুরো মাদ্রাসা ময়দান ও আশেপাশের এলাকা আল্লাহু আকবার ধ্বনিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশ কে সুশৃঙ্খলভাবে ভাবে সফল করতে ৮ দলের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে সেচ্ছাসেবী মাদ্রাসা মাঠে এবং রাজশাহী শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়। সকল স্বেচ্ছাসেবক সুশৃঙ্খল ভাবে নিজের অপর অর্পিত দায়িত্ব সততার সহিত পালন করেন। এতে করে আগত নেতা কর্মী ও জনসাধারণ কোন রকম ভোগান্তি ছাড়াই শান্তি শৃঙ্খলার সহিত সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পান।
সমাবেশে আগত ৮ দলের নেতা গন হলেন- অধ্যাপক মিয়া গেলাম পারওয়ার, সেক্রেটারি - বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাওলানা মামুনুল হক, আমির- বাংলাদেশ খেলাফত মজলিস। অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, আমির- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমির- ইসলামি আন্দোলন বাংলাদেশ। অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, আমির - খেলাফত মজলিস। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, আমির- বাংলাদেশ খেলাফত আন্দোলন। জনাব রাশেদ প্রধান, সহ সভাপতি ও মুখপাত্র - জাতীয় গণতান্ত্রিক পার্টি। এ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, সভাপতি- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
কেন্দ্রীয় কমিটির সকল নেতা গন পৃথক পৃথক পৃথক ভাবে জনস্বার্থে ও দেশের স্বার্থে নানাবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সকল বক্তা গণ জাতীয় নির্বাচনের আগে গণ ভোট দাবি করেন। সকল বক্তা গণ জোর দাবি করে বলেন যে গণ ভোটের আগে জাতীয় নির্বাচন কোন ভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা আরো বলেন যে একই দিনে গণ ভোট এবং জাতীয় নির্বাচন এটাও মেনে নেওয়া হবে না। বক্তা গণের দাবি একটাই তা হলো গণ ভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে। বক্তারা বলেন সকল অপশক্তি কে মোকাবিলা করা হবে। উপস্থিত সকল আলোচক গণ ভোট এবং জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন কে আহ্বান জানান। সকল নেতা গণ জনগণের স্বার্থে এবং বাংলাদেশের উন্নয়নে দেশের সর্ব স্তর থেকে সকল প্রকার অনিয়ম ও দূর্নীতি দূর করার প্রতি গুরুত্ব আরোপ করে আলোচনা করেন। ৮ দলের সকল নেতা কর্মী গণ হাতে হাত রেখে একসাথে ও এক মতে জনগণ কে সাথে নিয়ে কাজ করে ইসলাম কে বিজয় করার শপথ ও সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত বিপুল পরিমাণ আমজনতাও ৮ দলের নেতাদের দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ নানা কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সকল জনসাধারণ এক হয়ে ইসলামি দল কে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার অঙ্গীকার ব্যত্য করেন।