মিঠাপুকুরে ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা।
অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
কানাডার দাতা সংস্থার অর্থায়নে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভার্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আয়োজনে গতকাল মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হয়রতপুর ও রানীপুকুর ইউনিয়নের ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার,
গৌসুল আজম,উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক গোলাপ বাড়া,বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো, সাধারণ সম্পাদক মিনা মিনজি, রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি সারওয়ার আলম সোহেল প্রমুখ।
বক্তারা বক্তব্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।