*সিএমপি'র কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ১টি দেশী তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ সহ ০১জন আসামী গ্রেফতার*
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মাহিন সরওয়ার সঙ্গীয় ফোর্স সহ যৌথ বাহিনীর সহায়তায় কর্ণফুলী খানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাশেদ নুর প্রঃ রাশু (৩৮), পিতা- রাজ্জাক নুর প্রঃ রজ্জক নুর, মাতা-মুন্নি বেগম, সাং-উত্তর বন্দর, কোট্টাপাড়া, ২নং ওয়ার্ড, রাজ্জাক নুরের বাড়ী, ১নং বৈরাগ ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে আটক পূর্বক তার হেফাজত হতে ১টি দেশী তৈরী এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে কর্ণফুলী থানার মামলা নং-০৫, তারিখ-০৫/১২/২০২৫
খ্রিঃ ধারা- কর্ণফুলী থানার মামলা নং-০৫, তাং-০৫/১২/২০২৫খ্রিঃ, ধারা- The Arms Act, 1878 19(a)(f) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।