বান্দরবান সদর থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
আজ ০৮ ডিসেম্বর ২০২৫, বান্দরবান সদর থানা পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
পরিদর্শনকালে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানায় আগত সেবাগ্রহীতাদের জন্য চলমান জনবান্ধব সেবা কার্যক্রম, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, জননিরাপত্তা রক্ষা এবং অপরাধ মোকাবিলা–এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় থানার ভদ্র, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের প্রশংসা করেন এবং জনস্বার্থে এসব কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান থানার সকল কর্মকর্তা-ফোর্সের উদ্দেশে বলেন— আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে বান্দরবান সদর থানা পরিদর্শন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।