উখিয়ার কোটবাজার স্টেশনে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে- উপজেলা প্রশাসনে উচ্ছেদ অভিযান।
জাহাঙ্গীর আলম।
উখিয়ার কোটবাজার সড়ক অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছে অভিযানে- উখিয়া ভূমি কমিশনার।
কক্সবাজারের উখিয়া কোটবাজার স্টেশন
যানজট সমস্যা নিরসনে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর ) দুপুর ২টায় সিনিয়র সহকারী কমিশনার জেরিন তাসমিন তাসিনের নেতৃত্বে র্যাব, পুলিশ নিয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। কোটবাজার দক্ষিণ স্টেশন থেকে শুরু করে উত্তর স্টেশন সড়কে অবৈধ পার্কিং দোকান উচ্ছে করা হয়।
উখিয়া সহকারী ভূমি কমিশনার জেরিন তাসমিন তাসিন অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব পুলিশ সাথে গ্রাম পুলিশসহ কয়কটি টিম।
অভিযানে চারটি দোকান ভেঙে মালামাল জব্দ করে
নিয়ে যাওয়া হয়। আর কয়টি দোকানদার কড়াকড়ি হুশিয়ার দিয়ে পরবর্তী মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকান না বসার অনুরোধ জানান।
এক কোটবাজারের স্থানীয় দোকানদার তিনি জানান এসিল্যান্ড মহোদয় যাওয়া সাথে সাথে সড়ক দখল করে আবাও অবৈধভাবে দোকানগুলি বসে যায়
তার জন্য কয়দিন পর পর অভিযান পরিচালিত করা ভালো হবে ব্যবসায়ী আনোয়ার ইসলাম আরও বলেন
আগেও অনেক অভিযান পরিচালিত হয়েছিলো
কিন্তু অবৈধ পার্কিং ও সড়ক দখল বন্ধ করতে পারেনি।
ভূমি কমিশনার তিনি আরও বলেন, "যেসব অবৈধ স্থাপনা রয়েছে, বিশেষ করে ভাসমান দোকান-পাট পার্কিং, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং সাধারণ জনগণকে সচেতন করা হচ্ছে- পরিবর্তী অবৈধভাবে সড়ক দখল করে দোকান ও পার্কিং করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।