বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মঙ্গলবার ১৪৫তম জন্ম ও৯৩তম মৃত্যু বাষিকী পালিত
কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহন করেন এবং ১৯৩২ সালের ৯ডিসেম্বর মৃত্যু বরণ করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম ও মৃত্যু উভয়ই ৯ডিসেম্বর হওয়ায় দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছেভ।এই ৯ডিসেম্বর রোকেয়া দিবসটি নারী জাগরণের প্রতীক ও নারীদের অথনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্বলম্বিতা অজন সহ অধিকার প্রতিষ্ঠার দিন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোদ্দমোরাদ পুর ইউনিয়নের পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহন করে এবং ১৯৩২ সালের ৯ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যু বরণ করে। মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বাষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁ আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে সকালে এক বণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলো চনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃআলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, সাংবাদিক রিমা থাতুন, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেরেন্দ্র নাথ সাহা, আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন-- অগ্রযাত্রা ডাসকো এনজিও উপজেলা ম্যানেজারআব্দুর রউফ মিলন,সাথী আক্তার, নাজমুন নাহার, চাম্পা বিবি ছালমা বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা প্রতিবন্ধী অফিসার কেএম কামরুজ্জিামান। আলোচনা শেষে ৫ কেটাগরিতে জয়িদতাদের মাঝে ক্রেস ও সনদ পত্র প্রদান করা হয়। এদিকে অন্যান্য বছরের তুলনায় এ বছর বেগম বেগম রোকেয়াকে নিয়ে সহনীয় মানুষের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে সরকার তার বাস্তবায়ন মূলক পদক্ষেপ গ্রহন করবে আশা প্রকাশ করছে।
প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
ক্যামেরায়Ñ শাহরিয়া আহম্মেদ সাদিক।