
বায়েজিদের ‘ত্রাস’ যুবলীগ ক্যাডার হাসান অবশেষে খাঁচাবন্দি: আমিন জুটমিল এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান!
**নিজস্ব প্রতিবেদনে **
দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় থেকেও যেন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি,অবশেষে আর শেষ রক্ষা হলো না, বায়েজিদ বোস্তামী থানা পুলিশের এক ঝটিকা ও শ্বাসরুদ্ধকর অভিযানে লোহার খাঁচায় পুরতে হলো আমিন জুটমিল এলাকার বহুল আলোচিত নাম— মোহাম্মদ হাসানকে
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি চৌকস দল আমিন জুটমিল সংলগ্ন মুরাদনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে, এ সময় পালানোর কোনো সুযোগ না দিয়েই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মী ও যুবলীগের দুর্ধর্ষ সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত হাসান ওই এলাকার মো. আবুল কালামের পুত্র,
****
*********
****স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ক্ষমতার দাপট ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেনের এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কমিশনার মুন্নির ক্ষমতা দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন হাসান,ও তার একাধিক ক্ষমতাসিল সহযোগী কিশোর গ্যাংরা এলাকায় সব সময় নিরহ লোকজনদেরকে হয়রানি করতেন, হাসানের গ্রেফতারের খবরে মুরাদনগর ও আমিন জুটমিল এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, তবে তার গডফাদাররা কে বা কারা, তা নিয়ে জনমনে চলছে নানা জল্পনা-কল্পনা,******
*****
********
সাংবাদিকদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে,হাসান বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
সচেতন মহল মনে করছেন, কেবল হাসান নয়, তার নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনা জরুরি,পুলিশ প্রশাসনের এই অ্যাকশনকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলছেন,অপরাধী যেই হোক, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।