
লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। তাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলতে পারে না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ। তিনি বলেন,
“শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আজকের দিনের মূল শিক্ষা।”
কৃষি অফিসার আশরাফুজ্জামান বলেন,
“এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অর্জন নয়—তা রক্ষা করার দায়িত্বও আমাদের।”
সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন,
“দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তখন যেমন বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল, আজও নানা রূপে ষড়যন্ত্র চলছে। সবাইকে সচেতন থাকতে হবে।”
এছাড়া বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, এলজিইডির প্রকৌশলী আবু হানিফ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে দেশ গঠনের আহ্বান জানান