মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বান্দরবান জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবান, ১৬ ডিসেম্বর:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে গর্বের সঙ্গে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, উড্ডীন হয় লাল-সবুজের বিজয় পতাকা।

মহান বিজয় দিবসের ৫৫তম প্রভাতে জাতির এই শ্রেষ্ঠ অর্জনকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বান্দরবান জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুর রহমান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বীর শহীদদের ত্যাগ ও আত্মদান চিরস্মরণীয় উল্লেখ করে জেলা পুলিশ জানায়, তাঁদের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বান্দরবান জেলা পুলিশ।