
হাটহাজারীতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে বাড়ির ভেতরে থাকা একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
শুক্রবার গভীর রাতে আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ করে বাড়ির ভেতরে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, “সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।###
মোঃ সোলাইমান চট্টগ্রাম হাটহাজারী সংবাদদাতা
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নারীকে জামায়াত নেতৃবৃন্দের নগদ সহায়তা
মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া এক অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজসেবীরা।
সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে বিধবা নারীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ তার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ইউনিট ও হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও মির্জাপুর যুব ইউনিটের সভাপতি নূর খালেক শহীদ।
এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের সহায়তায় এগিয়ে আসা উচিত।
সহায়তা পেয়ে বিধবা নারী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।###
মোঃ সোলাইমান হক চট্টগ্রাম
হাটহাজারী প্রতিনিধি
তারিখ ২০-১২-২০২৫