ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট, দুই ইটভাটাকে জরিমানা
প্রতিনিধি:মোঃ মোরশেদ আলম চৌধুরী
পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ইসলামাবাদ ও ঈদগাঁও ইউনিয়নে অবস্থিত দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ইসলামাবাদ ইউনিয়নের মেসার্স আর কে সি ব্রিক্সকে ৫০ হাজার টাকা এবং ঈদগাঁও ইউনিয়নের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন এবং ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত ইটভাটার কারণে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছেন