কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় কালীগঞ্জ বাজারের এফ এম জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একজনকে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় অপর একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এতে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার টাকা। অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আলামিন ভূইয়া।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলাম জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।