টেকনাফে অপহরণকারী চক্র নির্মূলে যৌথ বাহিনীর সফল অভিযান
স্টাফ রিপোর্টার,
মোঃ মোরশেদ আলম চৌধুরী
২৩ ডিসেম্বর ২০২৫, টেকনাফ – টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড় এলাকায় অপহরণকারী চক্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জনাব মোঃ আফজাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্র, র্যাব–১৫, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের সমন্বয়ে প্রায় ১৪ কিমি দুর্গম পাহাড়ি পথে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডাকাতদের ৩টি ডেরা শনাক্ত করা হয় এবং রাইফেলের ০৫টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের একজন সক্রিয় সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ ও যৌথ বাহিনী আশ্বস্ত করেছে যে, অপহরণকারী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।