ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাঙ্গলবন্দ ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার
রুপা আক্তার ইন্নি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নাঙ্গলবন্দ ব্রিজের ওপর আজ (২৪ রোজ বুধবার ছয়ঘটিকা ) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।
উপস্থিত ক্ষেত্রে জানা গেছে ড্রাইভারের বাকে খুঁজে পাওয়া যাচ্ছে নাঘটনাস্থলে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।