
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা কালে ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ, জনাব জামির হোসেন জিয়া এর নেতৃত্বে এসআই/মাসুদুর রহমানের সহযোগীতায়, এসআই /মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১।
পারুল বেগম (৪০), পিতা-মৃত আবুল বশর, মাতা-মোছাঃ আলেয়া বেগম, স্বামী-মোঃ বেলাল হোসেন, স্থায়ী সাং-বসন্তপুর পালোয়ান বাড়ী), পোঃ-বাতিসা, ১০নং বাতিসা ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ২৬/১২/২০২৫খ্রি. তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন বিটাক মোড় সুমিত্রা স্টোর নামীয় দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হইতে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত ধৃত আসামীকে সিএমপির পাহাড়তলী থানার ,এফআইআর নং-৯, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-২৫১, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।