চট্টগ্রামের রাউজানে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
রাউজানে একের পর এক ফিটনেস বিহীন গাড়ি আর অদক্ষ চালকের গাড়ির চাকায় প্রাণ হারাচ্ছে একাধিক মানুষ, গত ২৪ ডিসেম্বর বুধবার বাড়ি ফেরার বেপরোয়া গতিতে চলা চাঁদের গাড়িতে পিষ্ট হয়ে প্রাণ হারান হলদিয়া হযরত এয়াছিন শাহ (রাহঃ)কলেজের শিক্ষার্থী জাবেদ (২০) এর পর পর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদে মাঠে নেমে পড়ে এলাকার মানবিক তরুণ শিক্ষার্থীরা এরি ধারাবাহিকতায় নিরাপদ সড়কের দাবিতে পেষ্টুন হাতে নিয়ে বিক্ষোভ অংশ নেন শিক্ষক ছাত্র, সহ এলাকার সর্বস্তরের জনগণ।
ঝুঁকিমুক্ত পরিবহন এবং নিরাপদ সড়কের দাবিতে হলদিয়ার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ঘটিকার সময় স্থানীয় আমিরহাট বাজার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
হলদিয়া গফুর শাহ নবীন সংঘের সাধার সম্পাদক মাওলানা রাশেদ রেজার সঞ্চলণায় সুচনা বক্তব্য রাখের সমাজসেবক গিয়াস উদ্দিন সিকদার, রাজনীতিবীদ নরুল ইসলাম, রাজনীতিবীদ, মুরশেদ রেজা, রাজনীতিবীদ আলমগীর হোসেন রাজনীতিবীদ ইঞ্জিনিয়ার ইলিয়াস গফুর শাহ নবীন সংঘের সভাপতি সৈয়দ আহমদ রেজা, খবরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক মাওলানা এম,দিদারুল আলম কাদেরী। গাউছিয়া হক কমিটির পক্ষে মাওলানা কুতুব উদ্দিন, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর সভাপতি জনাব শাহ আলম, সেভেন স্টার পরিষদের পক্ষ মুহাম্মদ মারুফ উদ্দিন রানা
এতে আরো বক্তব্য রাখেল সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত মুহাম্মদ জাবেদ আলমের বড় ভাই মুহাম্মদ জাহেদ আলম
এসময় এলাকার বিভিন্ন সংগঠনের সভাপতি ও সমাজসেবক রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল কাদের আলিফ আসিফ তানভীর মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ শারুফ, মনির উদ্দিন, আবু নাছের, তানজিদ মুস্তাফা সাগর শাফিন সাকিব আজিজ খান সাবের শাহেদ,আপ্পান মাসুম
এতে সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ জনাব সৈয়দ কামাল উদ্দিন ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদ রেজা। মানবন্ধন শেষে সড়ক দূর্ঘটনায় নিহত জাবেদ আলমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য শ্রদ্ধানিবেদন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি প্রাথমিক ভাবে সমাপ্ত করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদানের করে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কঠোর পদক্ষেপ নেবেন বলে যানান হলদিয়া নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
বার্তা প্রেয়ক
এম,দিদারুল আলম
রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
তারিখ ২৭-১২-২০২৫
মোবাইল : ০১৮১৫৭১০৮৮২