
বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার
জব্দ সিএনজি অটোরিকশা
স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল টাকা ক্রয়–বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এক হাজার টাকার জাল নোটের ১২টি বান্ডেলে মোট ১১ লাখ ৩৮ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয়েছে জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নং দোছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় নুরুল ইসলামের দোকানের সামনে থেকে হাবিব উল্লাহ (১৯) নামের এক যুবককে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আলী জোহার (২৮) এবং জাল টাকা চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত মো. আবুল হাসেম (৩২)। এসময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (রেজি নং— কক্সবাজার-থ-১১-৮৪৫২) জব্দ করা হয়।
পুলিশ বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের সাথে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে